
বর্ষাস্নাত প্রথম কদমগুচ্ছ তোমাকে দিয়েছিলাম কিনা তা আমার মনে পড়ছে না।
তবে প্রতি বর্ষালগ্নে একটি করে কদম ফুল তোমায় দেওয়া হত।।
এমনিতর মিনতি করেছিলে তুমি,
আমিও তাই করে এসেছিলাম.....আজও বর্ষা আসে চলেও যায়,
কদমগুচ্ছ ফোটে ঝরেও যায়,
শুধু তা আর তোমাকে দেওয়া হয়ে উঠে না।।
প্রকৃতি তার নিয়মেই চলছে,
শুধু ঠিক নেই তোমাতে আমাতে....
তোমাকে শেষ কদমগুচ্ছ দেওয়া হয়ে উঠবে কিনা তা আজও আমার কাছে
অজানা...অ...জা...না.....