টেকনো মোবাইল হ্যানসেটের উৎপাদনকারী প্রতিষ্ঠান হল চীনের ট্রানশান হোলল্ডিংস। পিক্সেল এক্স ইমেজ প্রসেসিং টেকনোলজি সমৃদ্ধ স্মার্টফোন নিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা করে শুরু করেছে অান্তর্জাতিক মানের মোবাইল ব্র্যান্ড "টেকনো মোবাইল " ট্রাথমিক ভাবে বাজারে অানা ক্যামন সিরিজ এর ক্যামন সি এক্স এয়ার, অাই সিরিজের অাই সেভে, অাই থ্রী স্মার্ট ফোনগুলোতে পিক্সেল এক্স ইমেজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটি। এছাড়া গ্রাহকদের কথা বিবেচনা প্রতিটি হ্যান্ডসেটের ১৩ মাসের ওয়ারেনন্টি এবং ১০০ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে টেকনো মোবাইল।

কোম্পানির ভাইসপ্রেসিডেন্ট অারিফ চৌধুরী ১৭ জুলাই এর অনানুষ্ঠানিক উদ্ভোদন করেন। ২০০৬ সালে টেকনো প্রতিষ্ঠা লাভ করে। বিশ্ব বাজারে ৪০ টিরও বেশি দেশে টেকনো মোবাইল কার্যকম চালু রয়েছে। অামাদের মোবাইল user এর সংখ্যা ৯ কোটি। প্রায় ২ কোটি user স্মার্ট ফোন ব্যবহার করছে। টেকনো স্মার্ট ফোনের অারেকটি সুবিধা হল যে এটি ৪০% চার্জ হয়ে যায় ১ ঘন্টার মাঝে। ট্রানশান বাংলাদেশের ভাইসপ্রেসিডেন্ট অারিফ চৌধুরী এবং সিই ও রেজুয়ানুল হক ৫ টি মডেলের স্মার্ট ফোন বাজারে অানার ঘোষনা দেন। অাইফোন সেভেন স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরায় স্ক্রিম ফ্ল্যাস সাপোর্ট এবং ব্যাক ক্যামেরার সঙ্গে কুয়াড ফ্ল্যাস। টেকনো স্মার্ট ফোন ব্যবহারকারী পাবে রাত্রের অান্ধকারে উজ্জ্বল ও নিখুঁত ছবি। এটি একটি স্টাইলিস এবং ধাতব বডির স্মার্টফোন। টেকনো অাই ফোন সেভেন সেটটিতে ৈতলাক্ত অাঙ্গুল দিয়ে ও দ্রুত অানলক করা যাবে। মেটটির ডানদিকে পাওয়ার ও বলিউম বাটন রয়েছে যা নির্দিদায় ব্যবহার করা যায়। ডানদিকে রয়েছে একটি ডুয়াল সিম স্লট রয়েছে। নীচের দিকে রয়েছে মাক্রো ইউএসবি পোট ও স্পিকারের নেট। তাছারা অারও রয়েছে পিছনের ক্যামেরার উপরে ডানকোনে একটি চারকোনা এলইডি ফ্ল্যাস লাইট। প্রেসিডেন্ট বলেন "দ্রুত বর্ধনশীল বাজার গুলোর মধ্যে বাংলাদেশ অামাদের জন্য অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ। বহুমাত্রিক ব্যান্ড কৌশল অনুসরন করে এবং ক্রেতাদের চাহিদা ও ক্রয়ক্ষমতার দিকে খেয়াল করে এই প্রযুক্তিটি বের করা হয়েছে। তিনি অারও বলেন বাংলাদেশের কাজারে টেকনো মোবাইলেরর কার্যকম চালু করতে পেরে এবং স্মার্টফোন ব্যবহারকারীদের নিত্য নতুন চাহিদার অভিনব সমাধান অানতে পেরে অামরা অানন্দিত। মূলত টেকনো সেটটিকে অনেক অাকর্ষনীয় ডিজাইনে তৈর করা হয়েছে। বিভিন্ন শ্রেণীভেদে ক্যামন সি এক্স এয়ার অাই সেভেন, অাই থ্রি ডব্লিউ এক্স থ্রী এবং ডব্লিউ এক্স ফোর স্মার্টফোন গুলোর বিক্রয় মূল্য যথাক্রমে ১১ হাজার ৯৯০ টাকা, ১৯ হাজার ৯৯০ টাকা, ১০ হাজার ৬৯০ টাকা, ৬ হাজার ১৯০ টাকা এবং ৮ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।