মুড়ি দিয়ে কুড়মুড়ে মোয়া বানানোর পদ্ধতি

Unknown | January 13, 2018 | |
মুড়ি, মুড়কি আর নানা স্বাদের মোয়া দিয়ে অতিথি আপ্যায়ন বাঙালির ঐতিহ্য । শীতের শুরুর এই সময়টাতে নতুন ধান ঘরে আসে । সেই ধান দিয়ে বাড়ির গৃহিনীদের হাতে তৈরি হয় বাঙালিয়ানা সব খাবার । নিজেদের সঙ্গে অতিথির জলখাবারে সুস্বাদু মোয়ার প্রচলন অনেক আগে থেকেই । বাঙালির এই খাবার রীতি গ্রামের সঙ্গে শহুরে জীবনেও এখনো আছে । আজ দেখে নেয়া যাক দেশীয় স্বাদে মজাদার মোয়া বানানোর পদ্ধতি ।


উপকরণঃ
মুড়ি ২৫০ গ্রাম, আখের/খেজুরের গুড় ১০০ গ্রাম, পানি সামান্য ঘি (হাতে মাখার জন্য)

প্রস্তুত প্রণালীঃ
কড়াই মৃদু আঁচে অল্প পানি দিয়ে গুড় বসিয়ে দিন। গুড় গলতে শুরু করলে সামান্য পানির ছিটা দিন। এবার গুড় কিছুক্ষণ জ্বাল দিয়ে আঠালো করুন। গুড় আঠালো হয়ে গেলে মুড়ি দিয়ে দিন। গুড় ও মুড়ি ভালোভাবে নেড়ে নেড়ে মিলিয়ে নিন। নামিয়ে একটি পাত্রে ঢালুন। হাতের তালুতে সামান্য ঘি মেখে নিন সহনীয় গরম থাকতেই কিছুটা গুড় মুড়ির মিশ্রণ হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে ভালোভাবে চেপে দিন। ব্যাস হয়ে গেলো মজাদার মুড়ির মোয়া। বিকালের নাস্তায় পরিবেশন করুন দেশীয় স্বাদের ঐতিহ্যবাহী মুড়ির মোয়া। সংরক্ষণ করুন এয়ার টাইট বাক্সে।


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search