এক মঞ্চে সাবেক পাঁচ মার্কিন প্রেসিডেন্ট

Unknown | October 23, 2017 |

যুক্তরাষ্ট্রে এ বছর বেশ কয়েকটি ভয়াবহ হারিকেন আঘাত হেনেছে। ফলে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হারিকেনের কারণে ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা প্রদানে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। মার্কিন পাঁচ সাবেক প্রেসিডেন্ট ওই কনসার্টে যোগ দিয়েছেন। ওই কনসার্টের মাধ্যমে প্রাপ্ত অর্থ হারিকেনে ক্ষতিগ্রস্ত লোকজনকে প্রদান করা হবে। টেক্সাসে শনিবারের ওই কনসার্টে ছিলেন বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ এইচডব্লিউ বুশ এবং জিমি কার্টার। তিন ডেমোক্রেট নেতা এবং দুই রিপাবলিকান নেতা হাত হাত মিলিয়ে হার্ভে, ইরমা এবং মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন।

অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও একটি ভিডিও বার্তায় বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তার ৫ পূর্বসূরিকে আমেরিকার সেরা সরকারি সেবক বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, এই কাজের জন্য তিনি এবং মেলানিয়া সাবেকদের কাছে কৃতজ্ঞ, কারণ এধরনের পদক্ষেপই মনে করায় দেশের সেবায় তাদের সবার মূল্যবোধই একত্রিত। ওই কনসার্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৩১ মিলিয়ন ডলার অর্থ এসেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে ত্রাণ সংগ্রহে আয়োজিত ‘ডিপ ফ্রম দ্য হার্ট, দ্য ওয়ান আমেরিকা অ্যাপিল’ শীর্ষক কনসার্টে যোগ দেন তারা।

Source : karatoa
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search